
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): মাত্রাতিরিক্ত শীত ও বায়ুদূষণে নাজেহাল রাজধানী দিল্লি। সোমবার আইটিও, অক্ষরধাম-সহ দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪০০-র ওপরে। অত্যন্ত খারাপ এই পরিস্থিতির কারণে রাজধানীতে লাগু করা হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ বিধিনিষেধ।
বিগত কয়েকদিনের মতো সোমবারও ভোর থেকেই ঘন কুয়াশার কবলে ছিল দিল্লি। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাবিত হয়েছে সড়ক ও উড়ান পরিষেবা। দিল্লি বিমানবন্দর থেকে অনেক বিমান বিলম্বিত হয়েছে। ফলে অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা। আর কুয়াশার জেরে সড়ক পথেও দুর্ভোগে পড়েন গাড়ির চালকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ