আঞ্চলিক দলগুলিকে সাবধান-বার্তা সিব্বলের
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): বিভিন্ন আঞ্চলিক দলকে বিজেপি-র থেকে সাবধান করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। রবিবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বিজেপি ছোট দলগুলির সঙ্গে নির্বাচনী জোট করে এবং পরে ওই দলগুলিকেই কোণঠাসা করে দে
কপিল সিব্বল


নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): বিভিন্ন আঞ্চলিক দলকে বিজেপি-র থেকে সাবধান করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। রবিবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বিজেপি ছোট দলগুলির সঙ্গে নির্বাচনী জোট করে এবং পরে ওই দলগুলিকেই কোণঠাসা করে দেয়। সিব্বলের কথায়, যে সব রাজ্যে বিজেপি একার জোরে ভোটে জিততে পারবে না, সেই জায়গাগুলিতে ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা জোট করে। আর ক্ষমতায় এলে ওই ছোট দলগুলিকে বিজেপি দূরে ঠেলে দেয়। তাঁর মতে, অঞ্চল ভেদে বিজেপি রণকৌশল পাল্টায়। তাঁর কথায়, উত্তর প্রদেশে যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই, সেখানে সে কোনও আসন ছাড়ে না। কিন্তু দক্ষিণে ছোট দলগুলির সঙ্গে জোটের জন্য তারা উদগ্রীব।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande