মনোজ তিওয়ারির বাড়িতে চুরির ঘটনায় প্রাক্তন কর্মী গ্রেফতার
মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.): বিজেপি সাংসদ ও অভিনেতা মনোজ তিওয়ারির মুম্বইয়ের বাড়িতে চুরির ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। রবিবার তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তি সুরেন্দ্র কুমার শর্মা, যিনি কয়েক বছর আগে মনোজ তিওয়ারির বাড়িতেই কা
মনোজ তিওয়ারির বাড়িতে চুরির ঘটনায় প্রাক্তন কর্মী গ্রেফতার


মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.): বিজেপি সাংসদ ও অভিনেতা মনোজ তিওয়ারির মুম্বইয়ের বাড়িতে চুরির ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। রবিবার তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তি সুরেন্দ্র কুমার শর্মা, যিনি কয়েক বছর আগে মনোজ তিওয়ারির বাড়িতেই কাজ করতেন এবং পরে চাকরি থেকে বরখাস্ত হন।

পশ্চিম অন্ধেরির শাস্ত্রী নগরের সুন্দরবন অ্যাপার্টমেন্টে থাকা বাড়ি থেকে মোট ৫.৪০ লক্ষ টাকা নগদ চুরির অভিযোগ ওঠে। মনোজ তিওয়ারির ম্যানেজার প্রমোদ যোগেন্দ্র পান্ডে আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে সিসি ক্যামেরার ফুটেজে ১৫ জানুয়ারি রাত ন’টার সময় ওই প্রাক্তন কর্মী সুরেন্দ্র কুমার শর্মাকে বাড়িতে ঢুকে চুরি করতে দেখা যায়। ফুটেজের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত জেরায় চুরির কথা স্বীকার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande