ফের ভারত থেকে চাল আমদানির অনুমতি বাংলাদেশ সরকারের, হিলি বন্দরে বাণিজ্যে আশার আলো
দক্ষিণ দিনাজপুর, ১৮ জানুয়ারি (হি.স.) : দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আনতে ফের ভারত থেকে চাল আমদানির অনুমোদন দিল বাংলাদেশ সরকার। রবিবার বাংলাদেশ খাদ্য মন্ত্রকের তরফে ২ লক্ষ মেট্রিক টন চাল আমদানির নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। এই খবর প্রকাশ্যে আসতে
ফের ভারত থেকে চাল আমদানির অনুমতি বাংলাদেশ সরকারের, হিলি বন্দরে বাণিজ্যে আশার আলো


দক্ষিণ দিনাজপুর, ১৮ জানুয়ারি (হি.স.) : দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আনতে ফের ভারত থেকে চাল আমদানির অনুমোদন দিল বাংলাদেশ সরকার। রবিবার বাংলাদেশ খাদ্য মন্ত্রকের তরফে ২ লক্ষ মেট্রিক টন চাল আমদানির নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ দিনাজপুরের হিলি ল্যান্ড পোর্টের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে।

বাংলাদেশে খরিফ ও রবি মরশুমে ধান উৎপাদন কম হওয়ায় অভ্যন্তরীণ বাজারে চালের দাম বেড়েছে। সেই ঘাটতি মেটাতে গত আগস্টে ৫ লক্ষ এবং নভেম্বর মাসে ১ লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এবার তৃতীয় দফায় আরও ২ লক্ষ মেট্রিক টন চাল আমদানির ছাড়পত্র মিলল। এর ফলে বাংলাদেশের ২৩২টি আমদানিকারক সংস্থা ভারত থেকে চাল আনতে পারবে।

নতুন বিজ্ঞপ্তিতে চালের দাম নির্দিষ্ট না থাকলেও ভারত থেকে আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ সেস দিতে হবে। আগের দফায় আমদানি হওয়া চালের বড় অংশ হিলি বন্দরের মাধ্যমেই এসেছে। ব্যবসায়ীদের আশা, এবারও এই বন্দরের মাধ্যমেই বড় পরিমাণ চাল আমদানি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande