
দক্ষিণ দিনাজপুর, ১৮ জানুয়ারি (হি.স.) : দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আনতে ফের ভারত থেকে চাল আমদানির অনুমোদন দিল বাংলাদেশ সরকার। রবিবার বাংলাদেশ খাদ্য মন্ত্রকের তরফে ২ লক্ষ মেট্রিক টন চাল আমদানির নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ দিনাজপুরের হিলি ল্যান্ড পোর্টের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে।
বাংলাদেশে খরিফ ও রবি মরশুমে ধান উৎপাদন কম হওয়ায় অভ্যন্তরীণ বাজারে চালের দাম বেড়েছে। সেই ঘাটতি মেটাতে গত আগস্টে ৫ লক্ষ এবং নভেম্বর মাসে ১ লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এবার তৃতীয় দফায় আরও ২ লক্ষ মেট্রিক টন চাল আমদানির ছাড়পত্র মিলল। এর ফলে বাংলাদেশের ২৩২টি আমদানিকারক সংস্থা ভারত থেকে চাল আনতে পারবে।
নতুন বিজ্ঞপ্তিতে চালের দাম নির্দিষ্ট না থাকলেও ভারত থেকে আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ সেস দিতে হবে। আগের দফায় আমদানি হওয়া চালের বড় অংশ হিলি বন্দরের মাধ্যমেই এসেছে। ব্যবসায়ীদের আশা, এবারও এই বন্দরের মাধ্যমেই বড় পরিমাণ চাল আমদানি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য