
সাওপাওলো, ১৯ জানুয়ারি (হি.স.): কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্স কাপের ফাইনালে চিলিকে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল তারা। রবিবার সাও পাওলোর অ্যালিয়েঞ্জ পার্কে ফাইনালে ৬-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেলেসাওরা।
এদিন দলের হয়ে লেলেতি গার্সিয়া ও লিপাও পিনহেইরা দুটি এবং কেলভিন ওলিভেইরা ও ম্যাথিউস ডিডো একটি করে গোল করেন।
স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে ২০২৫ সালে শুরু হয় সেভেন এ সাইড ফুটবলের এই টুর্নামেন্ট। গত বছর কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি