
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : আসন্ন সন্তোষ ট্রফি তথা জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতার আসর অসমে। রবিবার ইতিমধ্যেই গতবছরের চ্যাম্পিয়ন বাংলা দল সেখানে গিয়ে পৌঁছেছে। পুরোদমে চলছে অনুশীলন। সোমবার - অধিনায়ক রবি হাঁসদার হাতে আর্ম ব্র্যান্ড উঠল। যারপরনাই সে বেশ খুশি এবং এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় জানিয়েছে যে, দলের প্রতি আরো দায়িত্ব পালন করতে হবে। আমাকেই নেতৃত্ব দিতে হবে সেই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে বাংলার ছেলেরা। খেতাব জয়ের দিকেই এই মুহূর্তে সকলেই তাকিয়ে রয়েছে।
উল্লেখ্য, ২২ জনের পূর্ণাঙ্গ দল আগেই ঘোষণা করেছে ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন তথা আই এফ এ।বাংলা ফুটবলের নিয়ামক সংস্থার তরফেও এদিন আরও জানানো হয়েছে যে, আগামী ঘোষণা সত্বেও ফুটবল খেলা গুলির সময় বদল করা হয়েছে। আধ ঘন্টা সময় পিছিয়ে দেওয়া হয়েছে। দুপুর ১.৩০ মিনিট এর বদলে তা দুপুর ২ টো নাগাদ আরম্ভ হবে। পূর্ববর্তী সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকেই তা পুরোদমেই কার্যকর হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত