
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফি, এলিট থেকে বিদায় নিল বাংলা, সেমিফাইনালে মহারাষ্ট্রের কাছে পরাজয়। ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ পর্যন্ত অধরা। মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফি, এলিটে খেতাব ধরে রাখতে ব্যর্থ হয়েছে বাংলা দল।
পুদুচেরির সিএপি গ্রাউন্ড ২-তে সোমবার সেমিফাইনালের খেলায় বাংলা দলকে ১ উইকেটে হারানোর পর ফাইনাল খেলায় মুম্বইয়ের মুখোমুখি মহারাষ্ট্র। এদিকে, টসে হেরে গিয়ে প্রথমে ব্যাট করতে নামে বাংলা। ৩০.৪ ওভারে ১১৯ রানে অল-আউট হয়ে যায় দলের সকলেই। ওপেনার স্নেহা মাহাতর ৬৫ বলে ৫৩ রান ও দেবস্মিতা কালসার ২০ বলে ১২ রান ছাড়া কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান পায়নি। স্বামীনি বেলেকর ও শ্রাবণী রাওয়াল দুটি করে এদিন উইকেট নিয়েছে।
অন্যদিকে, এরপর কম রানের পুঁজি নিয়েও ভালো লড়াই করেছে বাংলার বোলাররা। ৩১.৪ ওভারে ৯/১০৬ রানে দলগত স্কোর নিয়ে বেশ চাপে পড়ে যায় মহারাষ্ট্র। যদিও ৩৩তম ওভারের শেষ বলে ১ উইকেটে বাংলার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। নিহীরা শর্মা ৪২ বলে সর্বাধিক ১৯ রান করে। স্নিগ্ধা বাগ ১টি মেডেন - সহ ৭ ওভারে ২৪ রানে তিনটি ও অধিনায়ক অরিক্তা মান্না ১টি মেডেন - সমেত ৭ ওভারে ১৭ রানে একজোড়া উইকেট ঝুলিতে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত