জালিয়াতি করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, নিশানা কংগ্রেসের
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): বিরোধী দলের সমর্থকদের জালিয়াতি করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে রাজস্থানে অভিযোগ করেছে কংগ্রেস। সোমবার রাজস্থান কংগ্রেসের নেতা গোবিন্দ সিং দোতাসরা সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তাঁর রাজ্যে ভোটার তালিকার বিশ
জালিয়াতি করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, নিশানা কংগ্রেসের


নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): বিরোধী দলের সমর্থকদের জালিয়াতি করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে রাজস্থানে অভিযোগ করেছে কংগ্রেস। সোমবার রাজস্থান কংগ্রেসের নেতা গোবিন্দ সিং দোতাসরা সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তাঁর রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পরে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, ৪৫ লক্ষ লোককে 'অনুপস্থিত, স্থানান্তরিত বা মৃত' বলে দেখানো হয়েছে। কংগ্রেসের অভিযোগ, ৩ জানুয়ারি পর্যন্ত কোনও বিশৃঙ্খলা ছিল না। পুরো ব্যবস্থা সুষ্ঠু ভাবে চলছিল। তার পরে এক বিজেপি নেতা রাজস্থান সফর করেন এবং একটি সভা করেন। এর পরেই জালিয়াতি করে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় বলে অভিযোগ তাঁদের।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande