লোকশিল্পী প্রভা যাদব ও চিত্রশিল্পী চিন্তামণি হাসবনিস পাচ্ছেন 'ভরতমুনী সম্মান ২০২৫', ঘোষণা সংস্কার ভারতীর
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.) : শিল্প ও সাহিত্যের প্রখ্যাত সর্বভারতীয় সংস্থা ''সংস্কার ভারতী'' ২০২৫ সালের মর্যাদাপূর্ণ অখিল ভারতীয় ভরতমুনী সম্মান ঘোষণা করেছে। এ বছর লোককলা এবং দৃশ্যকলা বিভাগে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করা হচ্ছে।
সংস্কার ভারতী


নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.) : শিল্প ও সাহিত্যের প্রখ্যাত সর্বভারতীয় সংস্থা 'সংস্কার ভারতী' ২০২৫ সালের মর্যাদাপূর্ণ অখিল ভারতীয় ভরতমুনী সম্মান ঘোষণা করেছে। এ বছর লোককলা এবং দৃশ্যকলা বিভাগে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করা হচ্ছে।

সংস্কার ভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বছর লোককলা বিভাগে ছত্তিশগড়ের প্রখ্যাত 'বেদমতী' শৈলীর পাণ্ডবানি গায়িকা প্রভা যাদবকে সম্মানিত করা হবে। অন্যদিকে, দৃশ্যকলা বিভাগে তাঁর বিশেষ অবদানের জন্য মহারাষ্ট্রের পুনের বিশিষ্ট চিত্রশিল্পী চিন্তামণি হাসবনিসকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।

আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে মহারাষ্ট্রের থানের 'গডকরি রঙ্গায়তন' প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মবিভূষণ প্রাপ্ত প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও প্রাক্তন রাজ্যসভা সদস্য সোনাল মানসিং এবং সংস্কার ভারতীর সর্বভারতীয় সভাপতি তথা বিশিষ্ট ভায়োলিন বাদক ডক্টর মহীশূর মঞ্জুনাথ।

সংস্কার ভারতীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অশ্বিন দলভী এই নামগুলি ঘোষণা করে জানান যে, এই পুরস্কার ভারতের 'পঞ্চম বেদ' হিসেবে পরিচিত নাট্যশাস্ত্রের রচয়িতা মহর্ষি ভরতমুনীর স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রতিটি শিল্পীকে

​নগদ ১,৫১,০০০ টাকা, ​একটি স্মারক চিহ্ন ও মানপত্র প্রদান করা হবে। ​অনুষ্ঠানে তাঁদের জীবন ও সৃজনশীল কাজের ওপর ভিত্তি করে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

​একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই শিল্পীদ্বয়কে নির্বাচন করা হয়েছে। প্রসঙ্গত, শিল্প জগতের এই সম্মান প্রতি বছর দুটি ভিন্ন শিল্প ধারার বিশিষ্ট গুণীজনদের প্রদান করা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande