বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতরা চাইলে তাঁদের বাড়িতে ফিরতেই পারেন: ফারুক আবদুল্লা
শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি.স.): ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা জানিয়েছেন, বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতরা চাইলে তাঁদের বাড়িতে ফিরে আসতেই পারেন। এ ব্যাপারে সবসময় তাঁদের স্বাগত জানানো হবে। তবে, বেশিরভাগ কাশ্মীরি পণ্ডিত বর্তমানে দেশের অন্যান্
ফারুক আবদুল্লা


শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি.স.): ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা জানিয়েছেন, বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতরা চাইলে তাঁদের বাড়িতে ফিরে আসতেই পারেন। এ ব্যাপারে সবসময় তাঁদের স্বাগত জানানো হবে। তবে, বেশিরভাগ কাশ্মীরি পণ্ডিত বর্তমানে দেশের অন্যান্য অংশে স্থায়ী ভাবে বসবাস করছেন। তাঁরা আসতে চাইবেন কি না, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

উল্লেখ্য, প্রতি বছর ১৯ জানুয়ারি দিনটিকে কাশ্মীরি পণ্ডিতরা 'গণহত্যা দিবস' হিসাবে পালন করেন। ১৯৯০ সালে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা তথা গণহত্যার পর রাতারাতি ঘর ছাড়ার বেদনাদায়ক ঘটনার স্মরণে এই দিবসটিকে পালন করা হয়। তাৎপর্যপূর্ণভাবে ১৯ জানুয়ারিতেই এই মন্তব্য করলেন ফারুক আবদুল্লা। সোমবার সংবাদিকদের ফারুক বলেন, বহু কাশ্মীরি পণ্ডিত উপত্যকায় এখনও আছেন। শান্তিপূর্ণভাবে বসবাস করেন। তিনি বলেন, তাঁরা (যাঁরা বর্তমানে কাশ্মীরের বাইরে রয়েছেন) কখন আসবেন কাশ্মীরে? কে তাঁদের বাধা দিচ্ছে? কেউ তাঁদের বাধা দিচ্ছে না। তাঁদের ফিরে আসাই উচিত, কারণ এটাই তাঁদের বাড়ি। অনেক কাশ্মীরি পণ্ডিত বর্তমানে উপত্যকায় বাস করছেন। তাঁরা গ্রাম ছেড়ে যাননি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande