দরিদ্রদের কর্মসংস্থানই কেন্দ্রের অগ্রাধিকার : শিবরাজ চৌহান
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): দরিদ্রদের কর্মসংস্থানই কেন্দ্রের অগ্রাধিকার, ফের একবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিকশিত ভারত জি রাম জি বিল নিয়ে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ তাঁর। সোমবার বিকশিত ভা
শিবরাজ চৌহান


নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): দরিদ্রদের কর্মসংস্থানই কেন্দ্রের অগ্রাধিকার, ফের একবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিকশিত ভারত জি রাম জি বিল নিয়ে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ তাঁর।

সোমবার বিকশিত ভারত- জি রাম জি আইন সম্পর্কে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এতে বিধান করা হয়েছে, অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এসসি, এসটি, মহিলা, প্রতিবন্ধী এবং দরিদ্ররা আমাদের অগ্রাধিকার এবং তাঁদের কর্মসংস্থান প্রদান করা আমাদের অঙ্গীকার। আমি বলতে চাই, আমাদের ৮৫ শতাংশেরও বেশি কৃষক ছোট কৃষক, কিন্তু যখন ফসল কাটা বা বপনের সময় আসে, তখন তাদেরও সহায়তার প্রয়োজন হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande