অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার
লন্ডন, ১৯ জানুয়ারি (হি.স.): ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভারতের ভিসা পেতে জটিলতায় পড়তে হয়েছে ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদ। অবশেষে ভারতের ভিসা পেয়েছেন এই দুই ইংলিশ স্পিনার। গত কয়েক সপ্তাহ রেহান আহমেদ ও আদিল রশিদ ভারতের
অবশেষে ভারতের ভিসা পেলেন দুই ইংলিশ ক্রিকেটার


লন্ডন, ১৯ জানুয়ারি (হি.স.): ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভারতের ভিসা পেতে জটিলতায় পড়তে হয়েছে ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদ। অবশেষে ভারতের ভিসা পেয়েছেন এই দুই ইংলিশ স্পিনার।

গত কয়েক সপ্তাহ রেহান আহমেদ ও আদিল রশিদ ভারতের ভিসা ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন। যদিও ইংল্যান্ড দলের বাকি খেলোয়াড়রা তখনই তাঁদের ভিসা পেয়ে গিয়েছিলেন। তবে দেরিতে হলেও, ভারতের ভিসা পেয়েছেন রেহান ও রশিদ।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত ভ্রমণের ক্ষেত্রে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে একাধিকবার বিলম্বের ঘটনা ঘটেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় এই সমস্যার মুখে পড়েছেন আগেও।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande