
মন্দসৌর, ২ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় গারোথ–উজ্জয়িনী সড়কে শুক্রবার ভোরে এক বাস দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি পুণ্যার্থী আহত হয়েছেন। ধাবলা গ্রামের কাছে চলন্ত বাসের টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। পুলিশ সূত্রে জানা গেছে, হরিয়ানার সোনিপত থেকে এসেছিলেন পুণ্যার্থীরা| তাঁরা ওঙ্কারেশ্বর ও মহাকালেশ্বর দর্শন করে উজ্জয়িনী থেকে সোনিপতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ভোরের দিকে গারোথ–উজ্জয়িনী সড়কের ধাবলা এলাকায় পৌঁছতেই আচমকা বাসের টায়ার ফেটে রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় মন্দসৌর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য