
ফতেহাবাদ, ০২ জানুয়ারি (হি.স.) : হরিয়ানার ফতেহাবাদ জেলায় অবৈধ ওষুধ বিক্রি ও নেশার সরবরাহ চক্র ভাঙতে শুক্রবার বিশেষ তল্লাশি অভিযান চালায় জেলা পুলিশ। অভিযানে ১০ জন ড্রাগস ইন্সপেক্টরের সঙ্গে যৌথভাবে জেলার বিভিন্ন এলাকার মেডিক্যাল স্টোর পরিদর্শন করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া নেশাজাত ইনজেকশন ও নিয়ন্ত্রিত ওষুধ বিক্রি রুখতেই এই অভিযান। তল্লাশির সময় বিক্রয় রেজিস্টার, স্টক রেকর্ড ও বিলিং ব্যবস্থার খুঁটিনাটি পরীক্ষা করা হয়। নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট অনুযায়ী লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, মেডিক্যাল স্টোরের মাধ্যমে নেশার ওষুধের বেআইনি সরবরাহ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। নেশার কারবারে যুক্ত কাউকেই ছাড়া হবে না এবং আগামী দিনে অভিযান আরও জোরদার হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য