মুড়িগঙ্গা নদীতে গঙ্গাসাগর যেতে পাকা সেতুর শিলান্যাসে করবেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২ জানুয়ারি (হি. স.) : বহু প্রতীক্ষিত পাকা সেতু মুড়িগঙ্গা নদীর উপর গড়ে তোলা হবে। আগামী ৫ জানুয়ারি অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭০০ কোটি ব্যয়ে পরিকল্পিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাসে করতে চলেছেন। সেই উদ্দেশ্য দক্ষিণ ২৪ প
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস


কলকাতা, ২ জানুয়ারি (হি. স.) : বহু প্রতীক্ষিত পাকা সেতু মুড়িগঙ্গা নদীর উপর গড়ে তোলা হবে। আগামী ৫ জানুয়ারি অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭০০ কোটি ব্যয়ে পরিকল্পিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাসে করতে চলেছেন। সেই উদ্দেশ্য দক্ষিণ ২৪ পরগণা জেলা সফরে যাচ্ছেন তিনি। এই সফরকে ঘিরে সাজ সাজ রব।

মুখ্যমন্ত্রীর জন্য রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। জেলা প্রশাসনের সূত্রে এদিন আরও জানা গিয়েছে যে, বৃহৎ বাজেটের সেতু নির্মাণের ব্যয় বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে যে বাজেট বরাদ্দ ধার্য করা হয়েছে তা প্রয়োজনে বাড়তে পারে বলেও অনুমান রাজ্য অর্থ দফতরের।

সরকারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ওই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব ও সরেজমিন পরিদর্শন করতে সশরীরে সেখানেই চলেছেন তিনি। এর ফলে, মুখ্যমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরেই এখন চলছে দফায় দফায় বৈঠক ও আঁটসাঁট নিরাপত্তা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande