দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গে, রেল কর্তৃপক্ষের ঘোষণা
কলকাতা, ২ জানুয়ারি (হি. স.) : এই রাজ্যের মুকুটে নতুন পালক। প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গে । দেশের রেল মানচিত্রে আরও এক ঐতিহাসিক সংযোজন। পশ্চিমবঙ্গ এদিন পেল ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। শুক্রবার কলকাতায় এই ট্রেন চালুর কথা ঘ
প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গে - ঘোষণা


কলকাতা, ২ জানুয়ারি (হি. স.) : এই রাজ্যের মুকুটে নতুন পালক। প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গে ।

দেশের রেল মানচিত্রে আরও এক ঐতিহাসিক সংযোজন। পশ্চিমবঙ্গ এদিন পেল ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। শুক্রবার কলকাতায় এই ট্রেন চালুর কথা ঘোষণা করা হয়েছে। রেল কর্তৃপক্ষের সূত্রে জানানো হয়েছে যে, এই নতুন প্রজন্মের স্লিপার ট্রেনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশকে উত্তর অংশের সঙ্গে যুক্ত করার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য অসমের সঙ্গেও সরাসরি সংযোগ স্থাপন করবে। ফলে আন্তঃ রাজ্য উচ্চগতির রেল যোগাযোগ আরও মজবুত এবং সুদৃঢ় হবে নিঃসন্দেহে। সেইসঙ্গে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে।

‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ট্রেনটি বিশেষভাবে রাত্রিকালীন দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখেই তৈরি। মসৃণ ও কম্পনহীন যাত্রার অভিজ্ঞতার পাশাপাশি যাত্রীদের আরাম ও সুবিধার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিমান যাত্রার তুলনায় কম ভাড়ায় এটি দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য একটি সময় ও ব্যয় সাশ্রয়ী বিকল্প হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করা হয়েছে।

হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি ও কোচবিহার ছাড়াও প্রতিবেশী অসমের বঙাইগাঁও এবং কামরূপ মহানগর এই ট্রেনের আওতায় আসবে। রেলের দাবি, এর ফলে পর্যটন, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande