
কলকাতা, ২ জানুয়ারি (হি. স.): হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজ চলছে দ্রুত গতিতে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফেও শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। তদানুযায়ী, আরামবাগ ও মায়াপুর উভয় রেল স্টেশনের মধ্যবর্তী অংশে লিমিটেড হাইট সাবওয়ে (এল এইচ এস) সংক্রান্ত কাজ চলবে। তারকেশ্বর স্টেশনে ফুট ওভার ব্রিজ (এফ ও বি), স্থাপনে কাজের পরিপ্রেক্ষিতে আগামী শনি ও রবিবার অর্থাৎ ৩ ও ৪ জানুয়ারি এবং রবি ও সোমবার অর্থাৎ ৪ ও ৫ জানুয়ারি তারিখে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফেও এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। সুতরাং পাওয়ার ব্লকের জন্য পরিকল্পনা করা হয়েছে। মূলতঃ এর ফলশ্রুতিতে, ৩৭৪০১/৩৭৪০২ আপ ও ডাউন শাখায় তারকেশ্বর – গোঘাট – তারকেশ্বর লোকাল ট্রেনটি ০৫/০১/২০২৬ তারিখে বাতিল থাকবে (জনস্বার্থে প্রচারিত) ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত