
সাব্রুম (ত্রিপুরা), ২ জানুয়ারি (হি.স.) : শুক্রবার দুপুর দুইটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকায় হঠাৎ করেই রাজ্য পুলিশের বিশেষ বাহিনী এসটিএফ -এর একটি বড় দল নেমে পড়ে তল্লাশি অভিযানে। দোকানপাট থেকে বাড়িঘর—প্রায় চার ঘণ্টা ধরে চলে এই তল্লাশি। তবে অভিযান ঘিরে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযান আগামীকালও চলতে পারে। ফলে পুরো মহকুমা এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। গত কয়েক বছর ধরে ভারত–বাংলাদেশ সীমান্ত ঘেঁষা সাব্রুম এলাকায় অনুপ্রবেশের অভিযোগ বারবার উঠে এসেছে। বিভিন্ন সময় সাব্রুম থানা ও বিএসএফ-এর হাতে বাংলাদেশি নাগরিক গ্রেফতারের ঘটনাও সামনে এসেছে। এমনকি কেউ কেউ আগরতলা বা রাজ্যের বাইরে গিয়ে আটক হয়েছেন বলেও দাবি স্থানীয়দের। প্রায় এক বছর আগে এই এলাকা থেকে এনআইএ-এর নেতৃত্বে অভিযানে আটক করা হয়েছিল কয়েকজনকে—সে ঘটনাও আজকের অভিযানকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে।
সম্প্রতি কলকাতা থেকেও এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে বলে দাবি মহকুমাবাসীর।
এই প্রেক্ষাপটে, আজকের এসটিএফ-এর অভিযানের সঙ্গে সীমান্তপথে অনুপ্রবেশ বা পূর্ববর্তী তদন্তগুলির কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে জোর গুঞ্জন চলছে সাব্রুমে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ