
হাফলং (অসম), ২ জানুয়ারি (হি.স.) : নতুন বছরের দ্বিতীয় দিন ডিমা হাসাও জেলায় ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জনৈক লরি চালকের। নিহত লরি চালকের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনা আজ শুক্রবার সকালে সংঘটিত হয়েছে। ডিমা হাসাও জেলার অন্তর্গত জাটিঙ্গার এন লেইকুলের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে লরি চালকের ওপর দিয়ে চলে যায় রাস্তার পাশে ঢালু জায়গায় দাঁড়িয়ে থাকা লরি। রাস্তার পাশে ট্রাকটি রেখে লরি থেকে নেমে এসেছিলেন চালকটি। হঠাৎ রাস্তার ঢালু জায়গা থেকে সামনের দিকে লরিটি চলতে শুরু করে। তখন লরিটি থামানোর চেষ্টা করেন তিনি। কিন্তু লরিটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে লরি চালকের।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব