জন্মদিনেই শৌচাগারে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু শিবসেনা নেতার মেয়ের
জলন্ধর, ২ জানুয়ারি (হি.স.): গিজার থেকে গ্যাস লিক করায় নিজের জন্মদিনেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলেন এক শিবসেনা নেতার মেয়ে। পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা দীপক কাম্বোজ উত্তর ভারতের শিবসেনা নেতা। তাঁর ২২ বছরের মেয়ে মুনমুন চিতওয়ানের জন্মদিন ছিল বছরের প্রথম
জন্মদিনেই শৌচাগারে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু শিবসেনা নেতার মেয়ের


জলন্ধর, ২ জানুয়ারি (হি.স.): গিজার থেকে গ্যাস লিক করায় নিজের জন্মদিনেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলেন এক শিবসেনা নেতার মেয়ে। পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা দীপক কাম্বোজ উত্তর ভারতের শিবসেনা নেতা। তাঁর ২২ বছরের মেয়ে মুনমুন চিতওয়ানের জন্মদিন ছিল বছরের প্রথম দিনে। সে দিন স্নানের সময় গিজার থেকে গ্যাস লিক করে। সংজ্ঞা হারিয়ে শৌচাগারে পড়ে যান তরুণী। মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্যাস লিকের ফলে বন্ধ বাথরুমের ভেতরে দ্রুত গ্যাস জমে যাওয়ায় মুনমুনের শ্বাসকষ্ট হচ্ছিল| তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এক পুলিশ আধিকারিক জানান, অনেকক্ষণ ধরে সে শৌচাগার থেকে বেরিয়ে না আসায় পরিবারের সদস্যরা দরজায় ধাক্কা দেন, কিন্তু কোনও সাড়া মেলেনি। দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande