(আপডেট) কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে দোকনের সামনে যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়
বারাকপুর, ২ জানুয়ারি ( হি. স.)- কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওয়ারলেস গেট এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রানা ঘোষ। তিনি ওই এলাকায় একটি মোটরসাইকেল শোরুম সংলগ্ন নিজের দোকানের সামনে পড়ে
(আপডেট) কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে দোকনের সামনে যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়


বারাকপুর, ২ জানুয়ারি ( হি. স.)- কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওয়ারলেস গেট এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রানা ঘোষ। তিনি ওই এলাকায় একটি মোটরসাইকেল শোরুম সংলগ্ন নিজের দোকানের সামনে পড়ে ছিলেন। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের সাটারের সামনে রক্তাক্ত অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মৃতদেহের পাশেই একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রানা ঘোষ কীভাবে মারা গেলেন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রানা তাঁর বন্ধু সৌমেন রায়ের সঙ্গে মোটরসাইকেলে বাইরে বেরিয়েছিলেন। পরে সৌমেন তাঁকে দোকানের সামনে নামিয়ে দিয়ে বাড়ি চলে যান। শুক্রবার সকালে সৌমেন খবর পান, তাঁর বন্ধু রানা মারা গেছেন।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande