
প্রয়াগরাজ, ৩ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই শনিবার সকালে উত্তর প্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন বিপুল সংখ্যক মানুষ। ভোর থেকেই ত্রিবেণী সঙ্গমে জড়ো হন বহু মানুষ। পৌষ পূর্ণিমা উপলক্ষ্যে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন তাঁরা।
পৌষ পূর্ণিমা উপলক্ষ্যেই এদিন পুণ্যস্নান করেন বহু মানুষ। একইসঙ্গে মাঘ মেলা ২০২৬-এর প্রথম দিনে প্রথম স্নান করলেন বহু মানুষ। প্রথম স্নান উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার বন্দোবস্তও ছিল। সঙ্গমে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ