
লখনউ, ২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র উত্তর প্রদেশ। একাধিক জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। এমতাবস্থায় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তীব্র শৈত্যপ্রবাহের কারণে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৫ জানুয়ারি পর্যন্ত আইসিএসই, সিবিএসই, উত্তর প্রদেশ এবং অন্যান্য বোর্ডের দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আধিকারিকদের সতর্ক থাকতে, কম্বল নিশ্চিত করতে, খোলা জায়গায় ঘুমানো থেকে মানুষজনকে বিরত রাখতে এবং সমস্ত রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে সম্পূর্ণ ব্যবস্থা করতে বলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ