মমতার নিন্দায় সরব গৌরব, বললেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে
নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপির জাতীয় মুখপাত্র। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন গৌরব। শুক্রবার এক সাংবাদিক সম্ম
গৌরব ভাটিয়া


নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপির জাতীয় মুখপাত্র। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন গৌরব।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে গৌরব বলেন, রাহুল গান্ধী ভারতে ধারাবাহিকভাবে নির্বাচনে হেরে যাচ্ছেন এবং তারপর ভিত্তিহীন দাবি করেন। তিনি প্রতারণার রাজনীতিতে লিপ্ত হন এবং বলেন ভোট চুরি করা হয়েছে। পশ্চিমবঙ্গে, আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় রাজ্যজুড়ে 'জঙ্গলরাজ' কীভাবে বিকশিত হচ্ছে। সংবিধান সমুন্নত রাখার শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিচ্ছেন, তাতে সকলেই মর্মাহত। সেই কারণেই আমরা বলি জঙ্গল শাসন এবং গুন্ডা শাসন দেখতে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের মতোই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande