ইন্দোরে দূষিত জলে মৃত্যুর ঘটনায় তোপ রাহুলের, প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে তুললেন প্রশ্ন
নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জলে প্রাণহানির ঘটনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন করেছেন তিনি। রাহুল এক্স মাধ্যমে জানান, ইন্দোরে জল ছিল না, বিষ বিতরণ করা হয়েছিল, আর প্
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জলে প্রাণহানির ঘটনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন করেছেন তিনি।

রাহুল এক্স মাধ্যমে জানান, ইন্দোরে জল ছিল না, বিষ বিতরণ করা হয়েছিল, আর প্রশাসন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। প্রতিটি ঘরে শোক, দরিদ্ররা অসহায়—তার উপরে, বিজেপি নেতাদের উদ্ধত বক্তব্য। যাদের উনুন নিভে গেছে তাদের সান্ত্বনার প্রয়োজন ছিল; সরকার অহংকার দেখিয়েছে।

রাহুল আরও লেখেন, মানুষ বারবার নোংরা, দুর্গন্ধযুক্ত জলের বিষয়ে অভিযোগ করেছে—তবুও কেন কর্ণপাত করা হয়নি? পানীয় জলের সঙ্গে নর্দমা কীভাবে মিশে গেল? কেন সময়মতো সরবরাহ বন্ধ করা হয়নি? দোষী আধিকারিক ও নেতাদের বিরুদ্ধে কখন ব্যবস্থা নেওয়া হবে?

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande