
কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে 'পুশব্যাক' করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল সোনালি-সহ তাঁর পরিবারের সদস্যদের। অন্তঃসত্ত্বা অবস্থায় কারাবাস করতে হয় তাঁকে। আইনি টানাপোড়েন, হাজারও লড়াইয়ের পর বাংলায় ফিরেছেন। সোমবার সেই সোনালি বিবিই বীরভূমের মাটিতে পুত্রসন্তানের জন্ম দিলেন। তারপরেই সোনালি ও তাঁর সদ্যোজাতকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিষেক জানান, তিনি যে অবিচারের শিকার হয়েছিলেন, তার প্রেক্ষিতে এই আনন্দের মুহূর্ত আরও বেশি গভীর মনে হয়। আগামীকাল (মঙ্গলবার) আমি বীরভূম সফরে যাচ্ছি। সোনালি ও তাঁর নবজাতককে শুভেচ্ছা জানাতে আমি ব্যক্তিগত ভাবে হাসপাতালে যাব।
অভিষেক জানান, বীরভূম রামপুরহাট মেডিক্যাল কলেজে সোনালি সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তিনি যে অবিচারের শিকার হয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে এই আনন্দের মুহূর্তটি আরও গভীর। ক্ষমতার অপব্যবহার করে, তাঁকে মিথ্যা বাংলাদেশি সাজিয়ে, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সরকার তাঁকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই দুর্ভোগ শুধু একজন নাগরিকের মর্যাদার লঙ্ঘনই নয়, একজন অন্তঃসত্ত্বা মাকে কখনওই তা সহ্য করতে বাধ্য করা যায় না। তবুও, সোনালি অসীম সাহস ও দৃঢ়চেতা মনোভাব দেখিয়েছেন। এটা মানবতার জয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ