
কলিয়াবর (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কালিয়াবর বিধানসভা এলাকাধীন বড়গুলিতে সংঘটিত এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে তিন মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জখম হয়েছেন দুজন।
আজ মঙ্গলবার বিকালের দিকে বড়গুলি গ্রামের জনৈক রাজাব আলি এবং মতিবুর রহমানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত। একটি রান্নাঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। অগ্নিকাণ্ডে রাজাব এবং মতিবুরের দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে মতিবুর রহমানের তিন মাসের শিশু সন্তান আগুনে গুরুতরভাবে দগ্ধ হয়। অগ্নিদগ্ধ শিশুসন্তানকে উদ্ধার করা হলেও বহু প্রচেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।
ঘটনার খবর পেয়ে চুলুং ও উলুওয়ালি থানার পুলিশ আমবাগান এবং কালিয়াবর থেকে দমকল বাহিনীর ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু বাঁশবেতের তৈরি ঘরগুলিকে রক্ষা করতে পারেনি দমকল বাহিনী।
জানা গেছে, পুলিশ আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি একজন প্ৰশাসনিক ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ত্রাণ সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছেন।
এ ঘটনায় নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা, ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস