
চুড়াইবাড়ি (ত্ৰিপুরা), ৭ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরার চুড়াইবাড়িতে প্রায় এক কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে।
আজ বুধবার বিকালের দিকে অসমের সীমান্ত টপকে উত্তর ত্রিপুরায় প্রবেশ করে চুড়াইবাড়ি এমভিআই চেকগেটে ধরা পড়েছে নেশার এসকফ কফ সিরাপ বোঝাই ডব্লিউবি ৫৭ এম ৮৫৯৬ নম্বরের একটি লরি। মূলত লরিতে ছিল তরল পানীয় ওআরএস-এর বহু কার্টুন। লরিটি চুড়াইবাড়ি পুলিশ চেকপোস্ট পেরিয়ে এমভিআই গেটে পৌঁছলে তাতে তালাশি করে পুলিশ। তালাশিতে তরল পানীয়ের বিভিন্ন কার্টুনের ভিতর থেকে প্রায় দশ হাজার শিশি নেশার এসকফ কফ সিরাপ উদ্ধার করেন পুলিশ কর্মীরা। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কালোবাজারী মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে পুলিশ জানিয়েছে।
এর সঙ্গে গাড়ির চালক ও সহ–চালক যথাক্রমে পশ্চিমবঙ্গের শলুয়া এলাকার বাসিন্দা পাঞ্জাব শেখ ও রাশেদ শেখকে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্তের খবর পেয়ে চুড়াইবাড়ি আসেন উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ রাই এবং এসডিপিও জয়ন্ত কর্মকার।
পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। আগামীকাল বৃহস্পতিবার ধৃতদের ধর্মনগরে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস