হাইলাকান্দির জামিরায় অনুষ্ঠিত শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা সভা
হাইলাকান্দি (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলার শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে দক্ষিণ হাইলাকান্দির জামিরায় বৃহস্পতিবার শিশু সুরক্ষার এক সচেতনতা সভার অনুষ্ঠিত হয়েছে। শিশু সুরক্ষা সম্পর্কে রাজ্য সরকারের সাম্প্রতিক চালু সুরক্ষিত শৈশব সোনা
জামিরায় শিশু সুরক্ষা সম্পর্কে সচেতনতা সভা


হাইলাকান্দি (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলার শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে দক্ষিণ হাইলাকান্দির জামিরায় বৃহস্পতিবার শিশু সুরক্ষার এক সচেতনতা সভার অনুষ্ঠিত হয়েছে।

শিশু সুরক্ষা সম্পর্কে রাজ্য সরকারের সাম্প্রতিক চালু সুরক্ষিত শৈশব সোনালী অসম প্রকল্পের অধীনে আয়োজিত অনুষ্ঠানে শিশুরক্ষা বিষয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। জানানো হয়, রাজ্যে বাল্যবিবাহ নিবারণ আইন অনুযায়ী ২১ বছরের কম বয়সি ছেলে এবং ১৮ বছরের কম বয়সি মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে বিবাহ আয়োজনকারী অভিভাবক অতিথিদের ক্ষেত্রে দুই বছরের কারাদণ্ড এবং নগদ এক লক্ষ টাকা জরিমানা অথবা দুটোই দণ্ড হতে পারে।

সভায় আরও জানানো হয়েছে, বাল্যবিবাহে কন্যাশিশুদের ওপর শারীরিক, মানসিক এবং আবেগিক অবস্থার বিরূপ প্রভাব পড়ার ফলে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। বাল্যবিবাহের পরবর্তী দাম্পত্য জীবন খুব দুঃখময় এবং আর্থিক দৈন্যতায় ভরে ওঠে।

এছাড়া সভায় সংশোধিত শিশু ও কিশোর শ্রমিক আইন নিয়ে আলোচনায় জানানো হয়েছ, ১৪ বছরের কম বয়সি শিশুদের কোনও ঝুঁকিপূর্ণ কাজ বা ঘরোয়া কাজে নিয়োগ করা আইনত দণ্ডনীয়। এই আইন ভঙ্গ করলে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাবাস এবং শিশু শ্রমিক নিয়োগের অপরাধে ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে।

সভায় শিশুর দত্তক নেওয়ার আইনের সংস্থান নিয়ে আলোচনায় জানানো হয়েছ, অবৈধভাবে শিশু-সন্তানকে দত্তক গ্রহণ করা আইনত দণ্ডনীয়। ২০১৫ সালের জুবেনাইল জাস্টিস অ্যাক্ট নিয়ে আলোচনা করার সময় জানানো হয়, অপ্রত্যক্ষ দত্তক গ্রহণও শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের ৮০ নম্বর ধারার অধীনে তিন বছরের সশ্রম কারাদণ্ড বা ১ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের সংস্থান রয়েছে।

আজকের সভায় আরও জানানো হয়েছে, শিশুদের অধিকার লঙ্ঘন সংক্রান্ত যে কোনও ঘটনা ১০৯৮ ফোন নম্বরে জানানো যাবে। সভায় ভাষণ বক্তব্য পেশ করেছেন বিডিও আদিত্য মুখার্জি, জাকির হোসেন, নিরেন সিংহ এবং মোস্তাক আহমেদ।

শুরুতে স্বাগত ভাষণে উদ্দেশ্য ব্যাখ্যা করে জেলা শিশু সুরক্ষা আধিকারিক সৈয়দ জালাল উদ্দিন জানান, হাইলাকান্দি জেলায় ৯০ দিন ব্যাপী চলমান সুরক্ষিত শৈশব সোনালী অসম প্রকল্প অনুসারে শিশুদের রক্ষাকবচগুলি সম্পর্কে সচেতনতা অভিযানের অঙ্গ হিসাবে এই সভা আয়োজন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande