
কলকাতা, ৯ জানুয়ারি (হি স): ইডি-র তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ গণতন্ত্র ও আইনের শাসনের উপর সরাসরি আঘাত। প্রকাশ্যেই কটাক্ষ করলেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা ও সাংসদ রবিশঙ্কর প্রসাদ। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক এই নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
দলের পক্ষ থেকে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি, যেখানে একজন মুখ্যমন্ত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করে ইডি-র চলমান অর্থ পাচার সংক্রান্ত তদন্তে সরাসরি হস্তক্ষেপ করেন, তদন্তকারী আধিকারিকদের হুমকি দেন এবং গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনা শুধু অনৈতিক নয়, এটি সংবিধান বিরোধী, দায়িত্বজ্ঞানহীন এবং আইনের শাসনের উপর সরাসরি আঘাত।
তিনি স্পষ্ট করে জানান, যে স্থানে ইডি অভিযান চালাচ্ছিল, সেটি কোনও রাজনৈতিক কার্যালয় নয়, কোনও সরকারি ভবন নয়, এমনকি কোনও তৃণমূল নেতার বাসভবনও নয়। এটি ছিল একটি বেসরকারি কনসালটেন্সি ফার্ম, যার বিরুদ্ধে কয়লা পাচার ও হাওয়ালা লেনদেন সংক্রান্ত গুরুতর অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত চালাচ্ছিল। এই তথ্য ইডি নিজেই তাদের সরকারি বিবৃতিতে উল্লেখ করেছে এবং তা তাদের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে। অথচ সেই তদন্ত চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিত হয়ে নথি নিয়ে বেরিয়ে যাওয়া অত্যন্ত সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত