মালদায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ধৃত বাংলাদেশি যুবক
মালদা, ৯ জানুয়ারি ( হি. স.)- পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার পরিচয় নিশ্চিত
বাংলাদেশী গ্রেফতার


মালদা, ৯ জানুয়ারি ( হি. স.)- পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার পরিচয় নিশ্চিত হয়। ধৃত যুবকের নাম কাউসার আলি (২৪)। তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।বিএসএফ সূত্রে জানা যায়, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ডের পাশাপাশি একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহারের প্রমাণ মিলেছে। বিএসএফ-এর দাবি, কয়েকদিন আগেই অবৈধভাবে হবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন কাউসার আলি।কী উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন এবং এই অনুপ্রবেশে কোনও দালাল বা অন্য কোনও চক্র জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার রাতেই ধৃত যুবককে পুরাতন মালদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক দাবি করেছেন, আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার জন্য তিনি ভারতে এসেছিলেন। তবে পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande