বিশ্ব যোগা প্রতিযোগিতায় দুর্গাপুরের তিন কন্যার সোনা ও রুপো জয়
দুর্গাপুর, ৯ জানুয়ারি (হি.স.): অভাবের সঙ্গে লড়াই করেও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ল দুর্গাপুরের তিন কন্যা। বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সোনা ও রুপো জিতে গর্ব বাড়ালেন তাঁরা। শুক্রবার দুর্গাপুর প্রেসক্লাবে তিনজনের প্রশিক্ষক শুভ্রা দাস বলেন,
ওয়ার্ল্ড যোগা প্রতিযোগিতায়  দুর্গাপুরের তিন মেয়ের সোনা ও রূপো জয়


দুর্গাপুর, ৯ জানুয়ারি (হি.স.): অভাবের সঙ্গে লড়াই করেও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ল দুর্গাপুরের তিন কন্যা। বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সোনা ও রুপো জিতে গর্ব বাড়ালেন তাঁরা।

শুক্রবার দুর্গাপুর প্রেসক্লাবে তিনজনের প্রশিক্ষক শুভ্রা দাস বলেন, “তিনজনই আমার সংস্থা ‘স্টে ফিট যোগা কোচিং’-এর অধীনে প্রশিক্ষণ নিয়েছে। তাদের এই সাফল্যে আমরা গর্বিত। আগামী সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপে ওরা অংশ নেবে।”

দুর্গাপুরের আলিনা দাস ১৩-১৫ বছর বয়স বিভাগে সোনা জয় করেছে। পায়েল বাউড়ি ২০-২৫ বছর বয়স বিভাগে রুপো জয় করেছে। পাশাপাশি মাদার বিভাগে সোনা জয় করেছে সুবর্ণা কুন্ডু।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দিল্লির গাজিয়াবাদের দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়ামে ওয়ার্ল্ড যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিভার্স যোগা স্পোর্টস ফাউন্ডেশন - এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত-সহ মোট ১২টি দেশ অংশ নেয়। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ইভেন্টে প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা প্রায় ৫০টি সোনা জয় করেন। সেই তালিকায় দুর্গাপুরের আলিনা দাস ও সুবর্ণা কুন্ডুর সোনা এবং পায়েল বাউড়ির রুপো উল্লেখযোগ্য।

জানা গিয়েছে, পায়েল বাউড়ির বাবা গণেশ বাউড়ি পেশায় অটোচালক। আর্থিক অনটনের কারণে পায়েলকে মাঝপথেই পড়াশোনা ছাড়তে হয়। তবুও যোগচর্চার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেছে সে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande