
পানিসাগর (ত্রিপুরা), ৮ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার দেওছড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। নিহত ব্যক্তিকে রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০ বছর বয়সি নয়নরঞ্জন দেবনাথ বলে শনাক্ত করা হয়েছে।
ঘটনা আজ বৃহস্পতিবার দুপুরের দিকে অসম–আগরতলা জাতীয় সড়কে সংঘটিত হয়েছ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগরতলা থেকে অসমের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল টিআর ০১ এএন ১৫৭৬ নম্বরের একটি পণ্যবাহী লরি। রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন নয়নরঞ্জন দেবনাথ। দুরন্ত লরিটি আচমকা রাস্তার পাশে দণ্ডায়মান নয়নরঞ্জনকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় মাটিতে লুটে পড়েন নয়ন দেবনাথ।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে নয়নরঞ্জন দেবনাথকে রাস্তার পাশ থেকে সরিয়ে পানিসাগর দমকল অফিসে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা অকুস্থলে গিয়ে নয়ন দেবনাথকে উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের ডাক্তাররা নয়নরঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, নয়নরঞ্জন দেবনাথের স্ত্রী ও সন্তান নেই। ভাই এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে বসবাস করতেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার ইনচার্জ গুরুপদ দেবনাথ পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। আটক করা হয়েছে লরি চালক আগরতলার বাসিন্দা হরিপদ সাহাকে। সঙ্গে হেফাজতে নেওয়া হয়েছে ঘাতক লরিকে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস