
বিষ্ণুপুর (মণিপুর), ৮ জানুয়ারি (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলায় একটি পেট্রোলপাম্পে আইইডি বিস্ফোরণ সংগঠিত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত প্রায় ৮:১০ মিনিট নাগাদ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা একটি বাইকে করে এসে বিষ্ণুপুর জেলার অন্তর্গত মৈরাঙের লেইকাই থানা এলাকায় অবস্থিত মেসার্স এলিডাস ফুয়েল স্টেশন-এ একটি বোমা ছুঁড়ে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিতও হয়েছে।
তবে সৌভাগ্যবশত বোমা বিস্ফোরণে কেউ আহত হননি বা কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। অবশ্য বিস্ফোরণের ফলে এলাকায় কিছু সময়ের জন্য চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে হামলাকারীদের খোঁজে আশপাশ এলাকায় চিরুণি তালাশি অভিযান শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস