
গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : অসমে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারিগর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে আজও শোকস্তব্ধ রাজ্যবাসী। বিজেপি পরিবারের এই জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে দলের প্রত্যেক কার্যকর্তা আজও গভীর শোকে ম্রিয়মাণ।
কবীন্দ্র পুরকায়স্থ অসমে বিজেপির প্রথম সাংসদ। তিনি শিলচর লোকসভা কেন্দ্র থেকে তিনবার নির্বাচিত হয়েছিলেন। জনসংঘের সময় থেকেই দেশগঠনের কাজে ব্রতী পুরকায়স্থ বিজেপির প্রতিষ্ঠাকালে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে দল গঠনের গুরুদায়িত্ব পালন করেছেন। তদুপরি বিশ্বহিন্দু পরিষদ গঠনের ক্ষেত্রেও এই জ্যেষ্ঠ নেতা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।
বিজেপির প্রদেশ মুখপাত্র কমলকুমার মেধি এক প্ৰেস বিবৃতিতে জানিয়েছেন, অসমে বিজেপির বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রিয় নেতাকে স্মরণ করে আজ বৃহস্পতিবার দলের কার্যকর্তারা তাঁকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। সমগ্র রাজ্যে বিজেপির কার্যালয়গুলিতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি আজ বিজেপির প্রদেশ সদর দফতরে অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তী, বিজেপির জ্যেষ্ঠ নেতা বিজয় গুপ্তা, গুয়াহাটি লোকসভা কেন্দ্রের সাংসদ বিজুলি কলিতা মেধি এবং প্রদেশ সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু উপস্থিত থেকে জ্যেষ্ঠ নেতাকে স্মরণ করেন।
বিজেপির জ্যেষ্ঠ নেত্রী বিজয়া চক্রবর্তী বলেন, কবীন্দ্র পুরকায়স্থ প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ ছিলেন। বিজেপির সকল জাতীয় নেতার প্রিয়ভাজন ছিলেন তিনি। তাঁর রোপণ করা বিজেপির বীজ আজ সমগ্র দেশজুড়ে বটবৃক্ষের রূপ নিয়েছে। নিরহংকারী ও অমায়িক কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যু সমগ্র বিজেপি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও দুঃখ প্রকাশ করেন বিজয়া।
এদিকে প্রদেশ বিজেপি সভাপতি ও দরং-ওদালগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ শইকিয়ার নেতৃত্বে পার্টির এক প্রতিনিধি দল আজ সকালে শিলচরে প্রয়াত নেতার বাসভবনে গিয়ে অসমে দলের অন্যতম প্রাণপ্রতিষ্ঠাতাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
দিলীপ শইকিয়া বলেন, অসম তথা বরাক উপত্যকার স্বপ্নদ্রষ্টা, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় অভিভাবক ও পথপ্রদর্শক, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা কারিগর ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের জীবনদর্শন, আদর্শ ও কীর্তি প্রত্যেক কার্যকর্তার জীবনের পথে চিরদিন প্রেরণা হয়ে থাকবে। তিনি পরমপিতার চরণে পুরকায়স্থের বিদেহী আত্মার সদগতি কামনা করে একমাত্র পুত্র সাংসদ কণাদ পুরকায়স্থ সহ শোকসন্তপ্ত পরিবারবর্গ, দলের অসংখ্য কার্যকর্তা ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস