
শ্রীভূমি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানি এনকেফালাইটিস প্রতিরোধে টিকাকরণ অভিযান আগামীকাল ৮ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হবে।
এ উপলক্ষ্যে আজ বুধবার শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন জেলা টিকাকরণ আধিকারিক ডা. শুভাশিস দাস ও জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী।
বক্তারা জানান, এই অভিযানে ১৫ থেকে ৬৫ বছর বয়সি সব যোগ্য প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হবে। টিকা প্রদান হবে সম্পূর্ণ বিনামূল্যে, নিরাপদ ও কার্যকর এবং একটি মাত্র ডোজেই দীর্ঘমেয়াদি সুরক্ষা প্রদান করবে। তাঁরা আরও জানান, এই একই টিকা বহু বছর ধরে শিশুদের নিয়মিত টিকাকরণ কর্মসূচির আওতায় প্রদান করা হচ্ছে। ফলে এর নিরাপত্তা ও কার্যকারিতা সুপ্রতিষ্ঠিত।
তাঁরা জানান, জাপানি এনকেফালাইটিস একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা উচ্চ জ্বর, মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ, স্থায়ী প্রতিবন্ধকতা এমন-কি মৃত্যুর কারণও হতে পারে। এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে টিকাকরণই সবচেয়ে কার্যকর উপায়। জেলাবাসীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে গিয়ে পরিচয়পত্র সহ টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার শ্রীভূমির জেলাশাসকের কার্যালয়ে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সব নাগরিকের সহযোগিতায় জাপানি এনকেফালাইটিস-মুক্ত শ্রীভূমি জেলা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস