শৈত্যপ্রবাহের শঙ্কা দুই জেলায়, পারদ নেমে শীতল হবে দক্ষিণবঙ্গ
কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): আরও শীত পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হতে পারে শৈত্যপ্রবাহও। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দুই জেলায় আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকতে পা
হিমেল হাওয়ায় জাঁকিয়ে ঠান্ডা, শীতে কাঁবু দক্ষিণ ও উত্তরবঙ্গ


কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): আরও শীত পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হতে পারে শৈত্যপ্রবাহও। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দুই জেলায় আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকতে পারে শীতল দিনও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। দৃশ্যমানতা তলানিতে নেমে যেতে পারে কোথাও কোথাও।

পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর জন্য পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্তও শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। যদিও উত্তরবঙ্গে কোথাও এখনই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডা থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। এদিন সকালে শহর, শহরতলি এবং বিভিন্ন জেলা ছিল ঘন কুয়াশার কবলে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande