বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কটাক্ষ তসলিমার
কলকাতা, ৫ জানুয়ারি (হি স): বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সোমবার ক্রমান্বয়ে কড়া সমালোচনা করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। খোকন দাস নামে এক ব্যক্তিকে বাংলাদেশে নৃশংস খুন করা নিয়ে বিতর্ক চলছে। সোমবার সকালে তসলিমা ওই খুনের ব্যাপারে বাংলাদেশের প
তসলিমা নাসরিন


কলকাতা, ৫ জানুয়ারি (হি স): বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সোমবার ক্রমান্বয়ে কড়া সমালোচনা করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

খোকন দাস নামে এক ব্যক্তিকে বাংলাদেশে নৃশংস খুন করা নিয়ে বিতর্ক চলছে। সোমবার সকালে তসলিমা ওই খুনের ব্যাপারে বাংলাদেশের পুলিশকর্তার সাফাইয়ের ভিডিয়ো পোস্ট করেছেন। সঙ্গে লেখা— খোকন দাস বাঁচতে পারেননি হিন্দুবিদ্বেষী সন্ত্রাসীদের হাত থেকে। তবে তিনি খুনীদের নাম বলে গেছেন। এই খুনীরা কি থানা থেকেই ছাড়া পেয়ে যাবে? নাকি আদৌ কোনও বিচার হবে ?

অপর পোস্টে তসলিমা লিখেছেন, দেশ জুড়ে হিন্দু নির্যাতন এবং হিন্দু নিধন চলছে। দেশকে হিন্দুশূন্য করার প্রজেক্ট নিয়েছে জিহাদিরা। সঙ্গে দেওয়া ছবির ক্যাপশন, লক্ষীপুরে সত্যরঞ্জন দাসের ৯৬ শতাংল জমির পাকা ধান পুড়িয়ে দিয়েছে দু/র্বৃ/ত্ত/রা।

৫৭ সেকেন্ডের ভিডিয়ো-সহ অপর পোস্টে তসলিমা এ দিন লিখেছেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের ওপর জিহাদি হামলা চলছে। কে তাঁকে নিরাপত্তা দেবে? কে দোষীদের শাস্তি দেবে? দেশের হিন্দুবিদ্বেষী সরকার বাঁশি বাজাচ্ছেন। জিহাদিরা হিন্দু দেখলেই ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ইসকনের দালাল বলে চিৎকার করছে, চিৎকার শুনে মব সন্ত্রাসীরা ছুটে এসে হিন্দুকে পিটিয়ে পুড়িয়ে জান্নাতের ফ্রি টিকিট পকেটস্থ করছে।

বাংলাদেশের একটি চ্যানেলে সম্প্রচারিত ৩ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিয়ো-সহ অপর

পোস্টে তসলিমা লিখেছেন, শাহিন আর হাসান, দুই মুসলমান, এক হিন্দু বিধবা নারীকে হেনস্থা করেছে, ধর্ষণ করেছে। শাহিন আর হাসান কি শাস্তি পাবে? নাকি হিন্দু নির্যাতনের ব্যাপারেও ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছে?

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande