
পানাজি, ৫ জানুয়ারি (হি.স.): উপকূূলরক্ষী বাহিনীর হাতে এল দেশীয় প্রযুক্তির প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ সমুদ্র প্রতাপ। সোমবার সকালে গোয়া শিপইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে সমুদ্র প্রতাপ-কে জলে ভাসানো হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রমুখ।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেন, এই জাহাজে ব্যবহৃত ৬০ শতাংশেরও বেশি উপকরণ স্বদেশী। এই রণতরী নিজেই আত্মনির্ভর ভারতের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ। আমাদের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের প্রকৃত অর্থ এই ধরণের প্রকল্পগুলিতে স্পষ্ট।
সমুদ্রের দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি তল্লাশি এবং উদ্ধারকাজেও ‘সমুদ্র প্রতাপ’-কে ব্যবহার করা হবে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের জলে মিশে থাকা তেল এবং রাসায়নিক পদার্থ শনাক্ত করতে পারবে এই জাহাজ। জলে দূষণের মাত্রা পরীক্ষা করে তার প্রেক্ষিতে কার্যকরী পদক্ষেপও করতে পারবে সমুদ্র প্রতাপ। এই জাহাজকে ভারতের জলভাগের বিশেষ অর্থনৈতিক এলাকা (ইইজ়েড)-এ তো বটেই, অন্যত্রও ব্যবহার করা হবে। জাহাজটি লম্বায় ১১৪.৫ মিটার। প্রস্থে ১৬.৫ মিটার। এটির ওজন ৪,১৭০ টন। ‘সমুদ্র প্রতাপ’ ভারতের উপকূলরক্ষী বাহিনীর হাতে থাকা সবচেয়ে বড় জাহাজ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ