
শ্রীনগর, ৫ জানুয়ারি (হি.স.): কনকনে শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, একাধিক স্থানে তুষারপাতের পর শীতের দাপট আরও বেড়েছে। লেহ-তেও তুষারপাত হয়েছে। এর ফলে সোমবার ব্যাহত হয় উড়ান পরিষেবা।
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-এ তুষারপাতের পর মুঘল রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। এদিন সকালে কুয়াশার হালকা আস্তরণে ঢেকে যায় শ্রীনগর। কনকনে শীতে জবুথবু অবস্থা সমগ্র কাশ্মীরে। সোমবার সকালে লেহ-তে তুষারপাতের প্রেক্ষিতে ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, লেহ-তে তুষারপাতের প্রেক্ষিতে, টেকঅফ এবং ল্যান্ডিং উভয় ক্ষেত্রেই বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ