
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): বিকশিত ভারত গড়ার জন্য অপুষ্টি দূর করা অপরিহার্য, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মঙ্গলবার বলেছেন, একটি বিকশিত ভারত গড়ার জন্য এবং দেশের দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অপুষ্টি দূর করা অপরিহার্য। নতুন দিল্লিতে ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড কর্তৃক আয়োজিত পুষ্টি বিষয়ক একটি সিএসআর কনক্লেভে ভাষণ দিতে গিয়ে গোয়েল বলেন, অপুষ্টি একটি জটিল চ্যালেঞ্জ যার জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ব্যবসাকে সামাজিক প্রভাবের সঙ্গে যুক্ত করার একটি অনন্য সুযোগ তৈরি করে, বিশেষ করে অপুষ্টি মোকাবেলার ক্ষেত্রে। তিনি জোর দিয়ে বলেন, অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে একটি সম্মিলিত জাতীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে, যেখানে সরকার, কর্পোরেট সংস্থা, সম্প্রদায় এবং ব্যক্তিবিশেষ সকলেই জড়িত থাকবে।
মন্ত্রী অপুষ্টির মূল কারণগুলো মোকাবেলায় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের কেন্দ্রীয় ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, গর্ভাবস্থায় এবং শৈশবের প্রথম দিকে সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অপুষ্টি প্রায়শই জন্মের আগেই শুরু হয়। গোয়েল উল্লেখ করেন, গর্ভবতী মহিলা এবং শিশুদের গঠনমূলক বছরগুলিতে পর্যাপ্ত পুষ্টি তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ফলাফলের উল্লেখযোগ্য উন্নতি ঘটায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ