
শ্রীনগর, ৮ জানুয়ারি (হি.স.) : বরফ জমে রাস্তা অতিমাত্রায় পিচ্ছিল হয়ে পড়ায় ডাকসুম–সিন্থন সড়কপথে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন নিগম (এন এইচ আই ডি সি এল) জানিয়েছে, বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাস্তার ওপর জমে থাকা বরফ সরাতে এবং নিরাপদ যাতায়াত পুনরুদ্ধারের কাজ চলছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সড়কপথে যান চলাচল বন্ধ থাকবে। চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য