
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): কনকনে শীতে কাঁপছে দিল্লি-এনসিআর। তীব্র ঠান্ডায় জবুথবু অবস্থা। কুয়াশার দাপটও কমছে না। কুয়াশার জেরে বিগত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও সড়ক, রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। এছাড়াও, উত্তর ভারতেও তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে রেল ও বিমান চলাচলে প্রভাব পড়ছে। দেশের জাতীয় রাজধানী দিল্লিতে কুয়াশার কারণে বেশ কয়েকটি বিমান বিলম্বিত হয়েছে। পাশাপাশি, বিভিন্ন রাজ্য থেকে দিল্লিগামী অনেক ট্রেন দেরিতে চলছে।
ঘন কুয়াশার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার ফলে সাতটি বিমান বাতিল করা হয়, অন্যদিকে ১০০টিরও বেশি বিমান চলাচল বিলম্বিত হয়েছে। বিমান সংস্থা ইন্ডিগো যাত্রীদের জন্য একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, কম দৃশ্যমানতা এবং কুয়াশা বিমানের সময়সূচিতে প্রভাব ফেলতে পারে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ