পাটনায় গাড়ির ধাক্কায় আহত ৬, চালক পলাতক
পাটনা, ৮ জানুয়ারি (হি.স.): বিহারের পাটনায় বেপরোয়া গতির একটি এসইউভি-র ধাক্কায় গুরুতর জখম হলেন ছয় জন। আহতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। ওই গাড়ি ধাক্কা মারে রাস্তায় থাকা একাধিক যানবাহনকেও। বুধবার রাতে পাটনার দানাপুর থানা এলাকার গোলা রোডে এই দুর্ঘটনা ঘট
দুর্ঘটনা


পাটনা, ৮ জানুয়ারি (হি.স.): বিহারের পাটনায় বেপরোয়া গতির একটি এসইউভি-র ধাক্কায় গুরুতর জখম হলেন ছয় জন। আহতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। ওই গাড়ি ধাক্কা মারে রাস্তায় থাকা একাধিক যানবাহনকেও। বুধবার রাতে পাটনার দানাপুর থানা এলাকার গোলা রোডে এই দুর্ঘটনা ঘটে। ক্ষিপ্ত জনতা এসইউভি গাড়িটি জ্বালিয়ে দেয়। এসইউভি-র চালক পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যক্ষদর্শীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তীব্র গতিতে থাকা ওই গাড়িটি পথচারীদের একের পর এক ধাক্কা মারতে মারতে এগিয়ে যায়। তার সামনে থাকা একাধিক গাড়িতেও ধাক্কা মারে। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ| ঘটনার তদন্ত শুরু হয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande