
নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): কনকনে শীতে কাঁপছে দিল্লি-এনসিআর। তীব্র ঠান্ডায় জবুথবু অবস্থা। কুয়াশার দাপটও কমছে না। কুয়াশার জেরে বিগত কয়েকদিনের মতো বুধবার সড়ক, রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। এদিন সকালে দিল্লি বিমানবন্দর থেকে অনেক বিমান ওঠানামায় বিলম্ব হয়েছে।
শীত ও কুয়াশার মধ্যেও দূষণ পিছু ছাড়ছেই না। বুধবার সকালেও দিল্লির বিভিন্ন স্থানে বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে। ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লির বিভিন্ন স্থান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ