ইন্দোরে দূষিত জলে মৃত্যু, জল প্রকল্পকে নিশানা কংগ্রেসের
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : মধ্য প্রদেশের ইন্দোর জেলার ভগীরথপুরা এলাকায় দূষিত জলে খাওয়ার জেরে ১৮ জনের বেশি মানুষ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে| এই ঘটনার পর সরকারের হর ঘর জল প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র
ইন্দোরে দূষিত জলের জেরে মৃত্যুর ঘটনায় কংগ্রেস উঠাল স্বচ্ছতা ও জল প্রকল্পের


নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : মধ্য প্রদেশের ইন্দোর জেলার ভগীরথপুরা এলাকায় দূষিত জলে খাওয়ার জেরে ১৮ জনের বেশি মানুষ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে| এই ঘটনার পর সরকারের হর ঘর জল প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র পবন খেরা দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে বলেন, ইন্দোর ধারাবাহিকভাবে ৯ বার স্বচ্ছতার নিরিখে প্রথম স্থানে থেকেছে, কিন্তু সাম্প্রতিক এই দুর্ঘটনা স্বচ্ছ ভারত অভিযান ও হর ঘর জল প্রকল্পের কার্যকারিতা নিয়েই বড় প্রশ্ন উত্থাপন করেছে।

পবন খেরা জানান, ইন্দোরে পাইপলাইন পরিবর্তনের চুক্তি ২২ জুলাই ২০২২-এ অনুমোদিত হয়েছে, কিন্তু এখনও কাজ শুরু হয়নি। তিনি উল্লেখ করেন, গুজরাটের গান্ধীনগরে টাইফয়েডের ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এ নিয়ে কোনও আলোচনা হচ্ছে না।

দিল্লির জল দূষণের কথাও উল্লেখ করে পবন খেরা বলেন, আম আদমি পার্টি যখন সরকারে ছিল তখন জল কালো ছিল, বর্তমান সরকারের আগমনের পর তা হলুদ হয়ে গেছে। কেন্দ্রের এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভারতের ৭০ শতাংশ জল দূষিত হয়ে গেছে।

কংগ্রেস নেতা অভিযোগ করেন, হর ঘর জল প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু প্রকল্পটি “হর ঘর জল” নয় বরং “হর ঘর মল” প্রকল্প হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, মানুষের বাড়িতে পৌঁছে যাওয়া জলে মল মিশেছিল এবং এর দায় সরকারকে নিতে হবে। এ জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে অর্থ এসেছে| এখন প্রশ্ন উঠেছে, সেই অর্থ কোথায় গেল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande