বিজেপি খারাপভাবে বাংলায় হারবে: অখিলেশ
লখনউ, ৮ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে ইডি-র হানার জেরে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার এই ইডি-র হানার নিন্দা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার নিজের এক্স-হ
বিজেপি খারাপভাবে বাংলায় হারবে: অখিলেশ


লখনউ, ৮ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে ইডি-র হানার জেরে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার এই ইডি-র হানার নিন্দা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, বিজেপি খারাপ ভাবে বাংলায় হারবে। এটা তার প্রথম প্রমাণ।

উল্লেখ্য, এদিন সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা দেয় ইডির আধিকারিকরা। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়ির পর সল্টলেকের আইপ্যাকের অফিসেও পৌছে যান মুখ্যমন্ত্রী। সকাল থেকে দীর্ঘ সময় ধরে চলে ইডির তল্লাশি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande