
মরিগাঁও (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : আজ সোমবার ভোর ০৪টা ১৭ মিনিট ৪০ সেকেন্ডে সংঘটিত রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্পের জেরে অসমের মরিগাঁও জেলায় দুজন আহত হয়েছেন। আচমকা ভূমিকম্পে ঘরবাড়ি ছেড়ে দৌঁড়ে বাইরে যেতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
ভূমিকম্পের উপকেন্দ্র ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে অবস্থিত মরিগাঁও জেলায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নীরজ কুমার এবং জয়মতী দেউরি বলে পরিচয় পাওয়া গেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোতে গিয়ে তাঁরা মাথায় আঘাত পেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মরিগাঁও সিভিল হাসপাতালে নিয়ে যান। হাতপাতালে তাঁদের ভরতি করা হয়েছে। এদিকে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আঘাতের পরিপ্রক্ষিতে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস