
নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে বিচারপর্বে এখনই স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট। এই মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের উপরে। আদালতের পর্যবেক্ষণ, মামলার এই পর্যায়ে তদন্তকারী সংস্থার বক্তব্য না শুনে এমন কোনও পদক্ষেপ করা সঠিক হবে না।
আইআরসিটিসি দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন লালু প্রসাদ। দিল্লি হাই কোর্ট সোমবার নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় এখনই স্থগিতাদেশ দিতে অস্বীকার করে লালুর আর্জির প্রেক্ষিতে সিবিআইয়ের জবাব তলব করেছে। তলব করা হয়েছে নিম্ন আদালতের নথিপত্রও। ১৪ জানুয়ারি পরবর্তী শুনানি। লালু রেলমন্ত্রী থাকাকালীন রাঁচি ও পুরীর দু'টি বিএনআর হোটেল ইজারা দেওয়ায় অনিয়মের অভিযোগে এই মামলা। অভিযোগ, লালু ও তাঁর পরিবারের লোকজন জমির বিনিময়ে ঘনিষ্ঠদের অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এই মামলায় অভিযুক্ত লালুর স্ত্রী রাবড়ী দেবী, ছেলে তেজস্বী যাদব এবং আরও ১১ জন। ১৩ অক্টোবর নিম্ন আদালতে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি দমন আইনে চার্জ গঠন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ