
ইন্দোর, ৫ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে জল দূষিত হওয়ার কারণ খুঁজে বেড়াচ্ছে প্রশাসন। ভাগীরথপুরায় দূষিত জলের বিষয়ে ইন্দোরের জেলাশাসক শিবম বর্মা বলেন, আইসিএমআর এবং ভোপাল এইমসের দল এই মহামারীর কারণ খুঁজে বের করার জন্য তথ্য সংগ্রহ করছে। আমরা তাঁদের সংগৃহীত সমীক্ষার তথ্যও সরবরাহ করছি। ক্লোরিনেশনের কাজ চলছে। আমাদের ১১৪টি সরকারি বোরওয়েল ক্লোরিনেশন করা হয়েছে। আমরা অনুরোধ করছি, লোকজন যেন আমাদের ট্যাঙ্কার থেকে পানীয়ের জন্য জল ব্যবহার করুক এবং ব্যবহারের আগে তা ফুটিয়ে নিক।
জেলাশাসক আরও বলেন, বর্তমানে ১৪২ জন হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সকলের বিনামূল্যে, উচ্চমানের চিকিৎসা করা উচিত। পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নর্মদা পাইপলাইনে ক্লোরিনেশন এবং পরীক্ষার কাজ চলছে। মেরামতের কাজও চলছে। একটি দূষণ কেন্দ্র পাওয়া গেছে যেখানে টয়লেটের স্রাব শনাক্ত করা হয়েছিল; এটি ঠিক করা হয়েছে। এর পরেও, আমরা এই জাতীয় অন্যান্য কেন্দ্রগুলি পরীক্ষা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ